01309104226
email: info@sibsc.edu.bd
Address: B.Sc. Chattar, Chandgaon, Chattogram
User Login

President Message

 সম্মানিত অভিভাবকাবৃন্দ
আস্সালামু আলাইকুম

চট্টগ্রাম মহানগরীতে জি,ই,সি’র মোড় থেকে কালুরঘাট পর্যন্ত এলাকায় লোকসংখ্যার তুলনায় মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা অপ্রতুল। মান সম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব পূরণের জন্য গতানুগতিকতা পরিহার করে আধুনিক টিউটোরিয়াল সিষ্টেম, নিয়মিত মাসিক পরীক্ষা এবং অভিজ্ঞ ও মেধাবী শিক্ষকবৃন্দের নিরাবিচ্ছিন্ন তত্তাবধান প্রয়োজন। এর মাধমে সুসমন্বিত কল্যানধর্মী ও শিক্ষনীয় সুপ্ত প্রতিভার বিকাশ সাধন সম্ভাব।

অধিকাংশ স্কুলে শিক্ষা ব্যবস্থা হয়ে উঠেছে কোচিং প্রাইভেট নির্ভর এবং নৈতিকতা বিবর্জিত। এই পরিস্থিতিতে শিক্ষকদের নিবিড় তত্তাবধানে থাকার কারণে শিক্ষার্থীদের চরিত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন আসে যা তাদের অধ্যয়নমুখী করে তোলে এবং ভাল ফলাফল অর্জন করতে সহায়ক ভূমিকা পালন করে। অত্র প্রতিষ্ঠানে প্রতি বছর নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ সিলেবাস সম্পন্ন করানো হচ্ছে.ফলে শিক্ষার্থীরা পাবলিক পরীক্ষার ভাল ফলাফলের পাশাপাশি যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদের উত্তমরুপে গড়ে তুলতে সক্ষম হচ্ছে। দেশের আর্থ-সামাজিক অবকাঠামো ও পরিস্তিতির সামঞ্জস্য রেখে অনেকগুলো বিশেষত্ব ও সুবিধা নিয়ে সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষাক্রম যুগোপযোগী করে ঢেলে সাজানো হয়েছে।

আমাদের বৈশিষ্ট্যঃ

  • দক্ষ, অভিজ্ঞ, কর্মঠ ও উচ্চ শিক্ষিত শিক্ষক-শিক্ষিকা দ্বারা পরিচালিত।
  • কোলাহলমুক্ত, শান্ত ও মনোরম শিক্ষার পরিবেশ।
  • সুপরিসরে, প্রাকৃতিক আলো-বাতাস সমৃদ্ধ ও সাজানো ক্লাস রুম।
  • আমাদের আছে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব,যেখানে কম্পিউটার প্রশিক্ষনের ব্যবস্থা রয়েছে।
  • নিয়ম-শৃংখলা কঠোরভাবে অনুসরণ।
  • প্রতিদিন টিউটোরিয়াল ক্লাসের ব্যবস্থা।
  • দেয়ালিকা প্রকাশ, বিতর্ক প্রতিযোগিতা ও প্রেজেন্টেশন।


ধন্যবাদান্তে,
জাহেদুল ইসলাম
সভাপতি
সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়